Wednesday, 12 June 2019

ছোট বোন

একটা ছোট বোন থাকাটা যে কতটা ভাগ্যের ব্যাপার, সেটা বোনটার বিয়ের পর থেকে খুব টের পাচ্ছি। পরিবারের সবথেকে কাছে একটা মানুষ আমার।ছোট থেকেই কতো রকমের ঝগড়াঝাঁটি তবুও সম্পর্ক টা অনড়। আমি তার বাধ্যতামূলক শ্রোতা, শুনতে না চাইলেও শুনতে হতো। সারাদিন অফিস করে বাসায় ঢুকতে না ঢুকতেই তার রেডিও চালু, খুব কম সময়ই মন দিয়ে শুনতাম,সে বুঝতো তবুও কথা চালিয়ে যেতো। গোছগাছে ছিলো নম্বর ১, সমস্যা শুধু দরকারি সময়ে আমি আমার জিনিস খুজে পেতাম না,কখন কোথায় গুছিয়ে রেখে দিয়েছে, তাকে ছাড়া খুজে পাওয়া মুশকিল। এখন দিন যাচ্ছে,কানের কাছে বকবক করার মানুষটা নেই, হ্যাঁ কথা হবে, দেখা হবে তবে আগের মতো সময়টা পাবে না ননস্টপ কথা বলার। বিয়ে যেদিন হলো,আমাকে জড়িয়ে কাঁদতেছিলো, খুব বলতে ইচ্ছে করেছে " এখন থেকে আমার ঘরটা গোছাবে কে?  " বলিনি, তাতে হয়তো কান্নার মাত্রা টা আরও বেড়ে যেতো। আমি যতোটা আবেগপ্রবণ আমার বোনটা তার উল্টো।  আমি অপ্রয়োজনীয় খরচ করি খুব, সেজন্য আম্মুর থেকে বেশি কথা শুনতে হয়েছে আমার বোনের কাছে। মাঝে মাঝে মনে হতো, আমি বড় নাকি সে আমার বড়!  লিখতে লিখতে কাঁদতেছি,আমার লিখাটা কেউ পড়বে কিনা জানি না, কেউ পড়ুক সেজন্য আমি লিখতেছি ও নাহ। আমার বোন যদি কখনো পড়ে থাকে,তাকে বলতে চাই,  আমি তোকে কতটা ভালোবাসি সেটা হয়তো কখনো তোকে বলা হয়নি অথবা জানতেও পারবি না, তবে খুব বলতে ইচ্ছে হয়, "মাঝে মাঝে এসে আমার ঘরটা গুছিয়ে দিয়ে যাস"। তোর ভাই টা যে বড়ই অগোছালো........

Thursday, 19 May 2016

আব্বুকে নিয়ে

আব্বু মানুষগুলো কেমন জানি একটু অন্যরকম রহস্যময় হয়।আমিও মাঝে মাঝে ভাবি, আমি যখন কারও বাবা হবো,আমিও কি এমন বদলে যাবো?! পরিবারের প্রথম সন্তান আমি,সেটাও অনেক সাধনার পর মিলেছি,প্রায় ৫ বছর। শুনেছি আব্বু ছোটবেলায় অনেক আদর করতেন।বুঝ হওয়ার পর থেকে আব্বুকে শুধু ভয় পেয়েই এসেছি, আসলে সে কিভাবে আদর করে সেটা দেখার সৌভাগ্য হয়নি। খুব কম বয়সে যখন SSC পাশ করলাম, রেজাল্ট টা শুনে সেই প্রথম উনাকে কাঁদতে দেখলাম,একা কাঁদেন নি,আমাকেও কাঁদিয়েছেন,তার বুকে জড়িয়ে ধরে। সেদিন বুঝেছিলাম ভালোবাসা কতটুকু। রেজাল্ট পাওয়া নিয়ে একটা ট্রাজেডি ঘটনা আছে,সেটা অন্য টপিকে লিখবো আরেকদিন।আমার দাদার পরিবার অনেক অভাবের ছিলো, আব্বুর কাছ থেকে মাঝে মাঝে গল্প শুনি, "পাশের বাসা থেকে পান্তা ভাত এনে খাওয়া"
"চার পাঁচটা তালি দেওয়া স্কুলের / ঈদের শার্ট " "টাকার অভাবে কলেজে ভর্তি না হতে পারা " এমন অনেক কিছুই। আব্বু কখনো আমাকে কোনো Requirement দেন না। কখনো বলেনি SSC তে A+ পেতে হবে, বলেন নি "সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে" বলেন নি কখনো "ডাক্তার / ইঞ্জিনিয়ার" হতে হবে। আমিও তাই কখনো এসব কিছু মাথায় আনিনি। সেজন্য লাইফের কোনো AIM নেই আমার। আব্বু এতো কিছু বলবেই বা কিভাবে উনি তো আর শিক্ষিত স্বনামধন্য কোনো ফ্যামিলি থেকে আসেন নি।২০/২২ হাজার বেতনের একটা আধা-সরকারি চাকুরি করছেন উনি,এটা দিয়েই পুরো সংসার,সবার লোখাপড়ার খরচ, পই পই করে হিসেব কষে চালাচ্ছেন আম্মু,নিজের জন্য কখনো একটা ভালো কিছু না কিনলেও ঈদের সময় ঠিকই আমার হাতে ২ হাজার টাকা দেন শপিং করার জন্য,বড় ছেলে হয়েছি বলে আমিও কিছুটা হিসেব করে চলতে শিখে গিয়েছি। শেষ আব্বুকে কাঁদতে দেখলাম সেদিন যখন উনার বোন মারা গেলেন। আব্বুকে কাঁদতে দেখাটা খুব Rare। মানুষ কিভাবে যে Emotion কন্ট্রোল করে তা উনাকে না দেখলে জানা যেতো না।আব্বুকে আমি খুব ভালোবাসি,সেটা শুধু আমার মনেই,কখনো হয়তো পারবো না তাকে জড়িয়ে ধরে তাঁর বুকে মাথা রেখে তাঁকে বলতে "আব্বু অনেক ভালোবাসি আপনাকে"।

Tuesday, 19 March 2013

About me

একটু অন‍্য রকম কিন্তু সাধারন।আকাংখা টা মোটামুটি কিন্তু পূরন করতে পারি না।মানুষের সাথে মিশতে সময় লাগে আবার মিশে গেলে ও দূরে থাকতে ভাল লাগে। Multimedia পাগল। সবসময় Net,Mobile,Pc নিয়ে পরে থাকি।জীবনের কোনো Aim এখনো খুজে পাইনি।উদ্দেশ্য ছাড়া জীবন টা কেমন হবে তা নিয়ে সংশয়।